টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু এলাকায় দুর্ঘটনা, নিহত ১
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে বঙ্গবন্ধু সেতুসংলগ্ন কালিহাতীর আনালিয়াবাড়ী এলাকায় যাত্রীবাহী বাস ও কাঠভর্তি পিকআপের সংঘর্ষে পিকআপের চালক নিহত হন।
নিহত পিকআপের চালক গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার উড়িয়া এলাকার মুকছেদুল আলম (৩২)।
বঙ্গবন্ধু সেতু থানার (পূর্ব) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছাবুর রহমান জানান, আনালিয়াবাড়ী এলাকায় ৭ নম্বর ব্রিজের কাছে কাঠবোঝাই একটি পিকআপের সঙ্গে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক মারা যান। আহত হন পিকআপে থাকা আরেক ব্যক্তিসহ বাসের চার যাত্রী। তাঁদের মধ্যে একজনকে গুরুতর আহত অবস্থায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।