ময়মনসিংহের নিখোঁজ ব্যবসায়ীর সন্ধান দাবিতে স্মারকলিপি
ময়মনসিংহের নিখোঁজ ব্যবসায়ী মতিউর রহমান রবিনের সন্ধান দাবিতে স্মারকলিপি দিয়েছেন ব্যবসায়ী নেতারা। আজ সোমবার দুপুরে ময়মনসিংহ জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর এ স্মারকলিপি দেন তাঁরা।
এ সময় পুলিশ সুপার মঈনুল হক দ্রুততম সময়ে ব্যবসায়ী রবিনের নিখোঁজ হওয়ার রহস্য বের করার আশ্বাস দেন বলে জানান ময়মনসিংহ দোকান মালিক ঐক্য পরিষদের সভাপতি মোসলেম উদ্দিন আহাম্মদ। একই দাবিতে গতকাল রোববার শহরের গাংগিনাড়পাড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন ব্যবসায়ীরা।
স্মারকলিপি দেওয়ার সময় আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ দোকান মালিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. শফিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জে আহমেদ স্বপন, ইমপেরিয়াল মার্কেটের মালিক আলী হাসান খান নান্টু ও মার্কেট মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. ফজলুল হক।
গত ৪ মার্চ বুধবার সকাল ৭টার দিকে মতিউর রহমান রবিন ব্যবসায়িক কাজে ময়মনসিংহ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে দুপুর ১২টা থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সেদিন থেকে গত ১২ দিন ধরে নিখোঁজ রয়েছেন তিনি।
এ ঘটনার পর মতিউর রহমানের ছোট ভাই আতিকুর রহমান ৫ মার্চ ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। নিখোঁজ মতিউর রহমান রবিন বাংলাদেশ দোকান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এবং ময়মনসিংহ ইম্পেরিয়াল সুপার মার্কেটের সভাপতি।