বিএনপিনেতা চাঁদ ৫ দিনের রিমান্ডে
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে গ্রেপ্তার রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৫ মে) বেলা সোয়া ১১টার দিকে নগরীর ভেড়িপাড়া মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেল ৫টার দিকে তাঁকে মহানগর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে রিমান্ড চাওয়া হয়।
মামলার তদন্ত কর্মকর্তা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে চাঁদের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। এ সময় চাঁদের আইনজীবীরা তাঁর জামিনের আবেদন করেন। উভয়পক্ষের বক্তব্য শেষে বিচারক তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে আজ দুপুর ১২টায় রাজশাহী মহানগর পুলিশ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে রাজশাহী রেঞ্জ পুলিশের ডিআইজি আব্দুল বাতেন এবং পুলিশ কমিশনার আনিসুর রহমান জানান, বেলা সোয়া ১১টার দিকে নগরীর ভেরিপাড়া মোড়ে মহানগর ও জেলা পুলিশের একটি বিশেষ টিম তল্লাশি চালিয়ে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতা জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তিনি একটি সাদা প্রাইভেট কারযোগে রাজশাহী নগরী থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।
তবে দলীয় সূত্র জানায়, আবু সাইদ চাঁদের বিরুদ্ধে রাজশাহীর পুঠিয়া থানাসহ দেশের বিভিন্ন স্থানে একাধিক মামলা হওয়ায় আজ তিনি আদালতে আত্মসমর্পণ করতে যাচ্ছিলেন। পথে তাঁকে পুলিশ গ্রেপ্তার করে।
গত ১৯ মে বিকেলে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুরহাট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি জনসমাবেশে দেওয়া বক্তব্যে আবু সাইদ চাঁদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে হত্যার অভিযোগ ওঠে। ওই রাতেই তাঁর বিরুদ্ধে পুঠিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। একই অভিযোগে তাঁর বিরুদ্ধে রাজশাহী মহানগর ও জেলায় ছয়টি মামলাসহ দেশের বিভিন্ন স্থানে অনেক মামলা হয়েছে।