মোবাইল ব্যাংকিং প্রতারণা, ফরিদপুরের সুখি ঢাকায় গ্রেপ্তার
মোবাইল ব্যাংকিংয়ে গ্রাহককে ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বৃহস্পতিবার (২ মে) দিনগত রাতে ধানমণ্ডি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার র্যাব-২-এর সহকারী পরিচালক (সিনিয়র এএসপি) মো. ফজলুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।
মো. ফজলুল হক বলেন, ‘সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইনে প্রতারণা করে অর্থ আত্মসাতের ঘটনা বেড়েছে। এক ধরনের অসাধু চক্র দীর্ঘদিন ধরে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতারণা করে বিভিন্ন কৌশলে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে।’
মো. ফজলুল হক বলেন, ‘এভাবে প্রতারণা করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বিকাশ হ্যাকিংয়ের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় এই চক্র। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-২-এর একটি দল বৃহস্পতিবার সুখি আক্তারকে গ্রেপ্তার করে।’
র্যাব জানায়, গ্রেপ্তার নারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনিসহ চক্রের অন্য সদস্যরা মিলে মোবাইল ব্যাংকিং বিকাশ, রকেট ও নগদের মাধ্যমে অভিনব কায়দায় প্রতারণা করে টাকা আত্মসাৎ করে আসছিলেন। তার দেওয়া তথ্য যাচাই-বাছাইয়ের ভিত্তিতে চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেপ্তার চেষ্টা চলছে। আটককৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন।
জানা গেছে, গ্রেপ্তার সুখি আক্তারের (৩০) বাবার বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায়। তিনিই এই প্রতারণা চক্রের মূলহোতা।