রোহিঙ্গাদের জন্য ওআইসিভুক্ত দেশগুলোর কাছে অর্থ সহায়তা চাওয়া হয়েছে
দীর্ঘদিন ধরেই বাংলাদেশে অবস্থান করছে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা। মিয়ানমারের মুসলমান এই জনগোষ্ঠীর চাপ শুধু বাংলাদেশের পক্ষে সম্ভব নয়। তাদের জন্য ওআইসিভুক্ত দেশগুলোর কাছে চাওয়া হয়েছে অর্থ সহায়তা। ওআইসি মহাসচিব হুসেইন ইব্রাহীম আজ রোববার (২৮ মে) ঢাকায় এসব তথ্য জানিয়েছেন।
আজ ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন ওআইসি মহাসচিব। বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন হুসেইন ইব্রাহীম।
ওআইসি মহাসচিব হুসেইন ইব্রাহীম তাহা বলেন, ‘রোহিঙ্গাদের অভাবনীয় সমর্থন দিয়ে যাচ্ছে বাংলাদেশ। আমরা ওআইসির পক্ষ থেকে বাংলাদেশকে ধন্যবাদ জানাই। কিন্তু, ১১ লাখের বেশি রোহিঙ্গার চাপ বহন করা বাংলাদেশের পক্ষেও সম্ভব নয়। এ জন্য ওআইসিভুক্ত দেশগুলোর কাছে এই অর্থ সহায়তা চাওয়া হয়েছে।’
বাংলাদেশে আসার কারণ জানিয়ে ওআইসি মহাসচিব বলেন, ‘আমি রোহিঙ্গা পরিস্থিতি দেখতে ও ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) সমাবর্তনে অংশ নিতে বাংলাদেশে এসেছি। ওআইসির সদস্য রাষ্ট্রগুলোর জন্য বাংলাদেশ খুব গুরুত্বপূর্ণ একটি দেশ।’
ইব্রাহীম তাহা বলেন, ‘রোহিঙ্গারা মুসলিম। তারাও মানুষ। তাদেরও শান্তি ও নিরাপত্তা পাওয়ার অধিকার রয়েছে। তারা ভালো জীবন পাওয়ার অধিকার রাখে।’
রোহিঙ্গাদের ওপর গণহত্যা ও যুদ্ধাপরাধ সংঘটনের অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) মামলা করেছিল গাম্বিয়া। বিষয়টি নিয়ে ওআইসি মহাসচিব বলেন, ‘মামলাটি বিচারাধীন রয়েছে। এটি পরিচালনার জন্য বিপুল অর্থের প্রয়োজন। গাম্বিয়ার একার পক্ষে সেই অর্থ যোগান দেওয়া সম্ভব নয়।’