যুবদল সভাপতিসহ ৩ জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
নরসিংদীতে দুই ছাত্রদল নেতাকে গুলি করে হত্যার ঘটনায় গ্রেপ্তার করা জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎসহ তিনজনকে জেলগেইটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৫ মে) বিকেলে চিনিশপুরে জেলা বিএনপির কার্যালয় সংলগ্ন স্থানে পদবঞ্চিত ছাত্রদল নেতাদের মোটরসাইকেল শোভাযাত্রায় হামলা চালায় দুর্বৃত্তরা। এতে গুলিবিদ্ধ হওয়ার পর ঢাকা মেডিকেলে মারা যান জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদেকুর রহমান (৩২) ও ছাত্রদলনেতা আশরাফুল ইসলাম (২০)। এই ঘটনায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, তাঁর স্ত্রী কেন্দ্রীয় বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানাসহ ৩০ জনের নাম উল্লেখ করে আরও ৩৫ থেকে ৪০ জনকে অজ্ঞাত পরিচয় আসামি করে মামলা করেন নিহত নেতার ভাই আলতাফ হোসেন। এই মামলায় জেলা যুবদলের আহ্বায়ক মহসিন হোসাইন বিদ্যুৎসহ তিনজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ। হত্যাকাণ্ডের মূল রহস্য উন্মোচন ও অধিকতর তথ্যের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা গ্রেপ্তার করা জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, চিনিশপুরের এলাকার কামাল হোসেন ও তাঁর ভাতিজা রাসেল মিয়ার সাত দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে রিমান্ড আবেদন না মঞ্জুর করে জেলগেইটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।