ফেনীতে কাভার্ডভ্যানে পিকআপের ধাক্কায় নিহত ৩
ফেনীতে রাস্তার একপাশে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে একটি মালামাল ও যাত্রীবাহী পিকআপের ধাক্কায় স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত এবং দুজন আহত হয়েছেন। গতকাল বুধবার (৩১ মে) দিনগত রাত ২টার দিকে জেলার কাজিরদিঘী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন—কুমিল্লার হোমনা উপজেলার সুরারামপুর গ্রামের জামাল মিয়ার ছেলে শিমুল (৩০) ও তার স্ত্রী ইয়াসমিন (২৮) এবং কুমিল্লার বুড়িচং উপজেলার কোরপাই গ্রামের বাকের মিয়ার ছেলে পিকআপচালক আবু সাঈদ (২৯)। এ ঘটনায় দেলোয়ার হোসেন (৬৫) ও পিকআপের হেলপার সাগর (২২) নামের আরও দুজন আহত হয়েছেন। আহতদের ২৫০ শয্যার ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, বুধবার রাত আড়াইটার দিকে কাজিরদিঘী এলাকায় মহাসড়কের ঢাকামুখী লেনের দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে পেছন থেকে ধাক্কা দেয় পিকআপটি। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। তাৎক্ষণিক পুলিশ এসে হতাহতদের ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত দুইজনকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ফেনী জেনারেল হাসপাতালের চিকিৎসক মো. রায়হান উদ্দিন চৌধুরী বলেন, ‘মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে রাখা হয়েছে। আহতরা চিকিৎসাধীন রয়েছেন।’
ফেনীর মুহুরিগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী বলেন, ‘দুর্ঘটনায় পিকআপে থাকা তিনজন নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত গাড়ি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।’