পদ্মায় নিখোঁজ ২ শিক্ষার্থীর এক জনের মরদেহ উদ্ধার
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ায় পদ্মা সেতু সংলগ্ন এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মধ্যে এক জনের মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। আজ শুক্রবার বিকেল সোয়া ৪ টার দিকে নিখোঁজ সৌম্যর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এখনও এক শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন।
এর আগে আজ দুপুরে বন্ধুদের সঙ্গে স্পিডবোটে করে পদ্মা নদীতে গোসল করতে নেমে তারা নিখোঁজ হন।
মাওয়া নৌপুলিশ সূত্র জানায়, ঢাকা থেকে পাঁচ বন্ধু মিলে আজ সকাল ৯টার দিকে মাওয়া এলাকায় আসেন তাঁরা। পরে স্পিডবোট নিয়ে মাঝ পদ্মায় গোসল করতে যান। পদ্মা সেতুর ১৬ নম্বর পিলারের কাছাকাছি পাঁচ বন্ধুর মধ্যে দুজন পদ্মার স্রোতের তোড়ে নিখোঁজ হন। তাঁরা দুই জন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র বলে জানা গেছে।
এখনও নিখোঁজ রয়েছেন ঢাকার নতুনবাজার এলাকার শরিফুল হকের ছেলে নুরুল হক নাফিউ। নিহত সৌম্য ঢাকার তেজগাঁওয়ের সরোজ দাসের ছেলে।
এ বিষয়ে মাওয়া নৌপুলিশ ফাঁরির ইনচার্জ মোহাম্মদ মাহবুব হোসেন জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে মাওয়া নৌপুলিশের একটি দল পদ্মা নদীতে উদ্ধার কাজ শুরু করে। বিকেল সোয়া ৪টার দিকে নিখোঁজ একজনের মরদেহ উদ্ধার হয়। অপর নিখোঁজের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।
লৌহজং ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মতিন জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজে অংশ নিয়েছেন। এ ছাড়া প্রশিক্ষিত ডুবুরিদল পথে রয়েছে, তারাও এসে উদ্ধারকাজে অংশ নেবে।