ময়মনসিংহে জিয়া স্মৃতি পাঠাগার উদ্বোধন
দেশের ১৫টি জেলায় জিয়া স্মৃতি পাঠাগার উদ্বোধন করা হয়েছে। আজ রোববার (৪ জুন) বিকেলে আনুষ্ঠানিকভাবে জিয়া স্মৃতি পাঠাগারগুলো ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
ময়মনসিংহ নগরীর দলীয় কার্যালয়ে জিয়া স্মৃতি পাঠাগার উদ্বোধনকালে বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
এ সময় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন ও শরিফুল আলম, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এনায়েত উল্লাহ কালাম, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, আলমগীর মাহমুদ আলম, এ বি সিদ্দিকুর রহমান, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, অধ্যাপক শেখ আমজাদ আলী, কাজী রানা, অ্যাডভোকেট এম এ হান্নান খান, এ কে এম মাহবুবুল আলম, শামীম আজাদ, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, সদস্য অ্যাডভোকেট নূরুল হক, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রোকনুজ্জামান সরকার রোকন, মহানগর যুবদলের সভাপতি জোবায়েদ হোসেন শাকিল, শ্রমিক দলের সভাপতি আবু সাঈদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।