রংপুরে দাবদাহে এসআই পদের মাঠপরীক্ষা, যুবকের মৃত্যু
রংপুরে পুলিশের উপপরিদর্শক (এসআই) পদে মাঠপরীক্ষা দিতে গিয়ে তীব্র দাবদাহের কারণে অসুস্থ হওয়ার পর ফারিজুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার (৭ জুন) দুপুরে রংপুর শেখ রাসেল স্টেডিয়ামে মাঠ পরীক্ষা চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ফারিজুল ইসলামকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে রাত ৯টায় আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ফারিজুল ইসলাম দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) পরিসংখ্যান বিভাগের ১৫তম ব্যাচের (২০১৩-১৪ শিক্ষাবর্ষ) সাবেক শিক্ষার্থী। তার বাড়ি মিঠাপুকুর উপজেলার চেংমারি ইউনিয়নের পাগলারহাট নামক গ্রামে। গত জানুয়ারিতে সহকারী শিক্ষক পদে মিঠাপুকুরের কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন তিনি।
ফারিজুলের বন্ধু মনজুরুল ইসলাম বলেন, ‘রংপুরের সরকারি কলেজের পাশে শেখ রাসেল স্টেডিয়ামে ফারিজুলের এসআই পদের জন্য মাঠপরীক্ষা হয়। তীব্র দাবদাহের মধ্যে এক হাজার ৬০০ মিটার দৌড় শেষ করে ফারিজুল অসুস্থ হয়ে পড়ে। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, কিন্তু পরে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বিকেলে জ্ঞান না ফেরায় তাকে আইসিইউতে নেওয়া হয়। রাতে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।’
ফারিজুল ইসলাম তার পাঁচ ভাই-বোনের মধ্যে তৃতীয়। তার বাবা পেশায় কৃষক ও মা গৃহিণী। গত বছর হাবিপ্রবির পরিসংখ্যান বিভাগ থেকে প্রথম ব্যাচের শিক্ষার্থী হিসেবে মাস্টার্স সম্পন্ন করেন তিনি।
ফারিজুল ইসলামের এমন মৃত্যুতে শোক জানিয়েছে হাবিপ্রবি প্রশাসনসহ পরিসংখ্যান বিভাগ পরিবার। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো বিশ্ববিদ্যালয়জুড়ে। তীব্র দাবদাহের মধ্যে এ পরীক্ষা নেওয়ায় ক্ষোভ জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আবু মারুফ হোসাইন বলেন, ‘এসআই নিয়োগের মাঠপরীক্ষা চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে যায় ফারিজুল। তাৎক্ষণিক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তাকে আইসিইউতে নেওয়া হয়। পরে রাত ৯টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।’
রংপুর পুলিশের এই উপকমিশনার বলেন, ‘ময়নাতদন্তের পর বোঝা যাবে তিনি (ফারিজুল) আসলে কী কারণে মারা গেছেন। তবে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে ফারিজুলের মৃত্যু হয়েছে বলে চিকিৎসক তার মৃত্যু সনদে উল্লেখ করেছেন।’
এদিকে ডিআইজি, বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বাংলাদেশ পুলিশে ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষার দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন করা হয়। ওই দিন সকাল সাড়ে ৬টা থেকে রংপুর জেলা পুলিশলাইনস মাঠ ও শেখ রাসেল স্টেডিয়ামে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার প্রথম ইভেন্ট (দৌড়) পুরুষ প্রার্থীদের এক হাজার ৬০০ মিটার এবং নারী প্রার্থীদের এক হাজার মিটার দৌড় অনুষ্ঠিত হয়। এতে উত্তীর্ণ প্রার্থীদের পরে দ্বিতীয় ইভেন্টে লং জাম্প ও তৃতীয় ইভেন্টে হাই জাম্প পরীক্ষা নেওয়া হয়।
শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর রেঞ্জ পুলিশের ডিআইজি মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ। নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জ অফিসে কর্মরত অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) এ এফ এম আনজুমান কালাম; অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মিজানুর রহমান ও অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) এস এম রশিদুল হক প্রমুখ।