ফরিদপুরে খড়বোঝাই গাড়িতে ১৮ কেজি গাঁজা উদ্ধার
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় একটি খড়বোঝাই গাড়ির মধ্যে থাকা ১৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৮। শনিবার (১০ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সাতোর বাজার থেকে গাঁজাসহ তাদের আটক করা হয়।
এসময় দুটি মোবাইলফোন, দুটি সিম ও মাদক বিক্রির ৫০০ টাকা এবং তাদের ব্যবহৃত ট্রলি সংযুক্ত একটি পাওয়ার টিলার জব্দ করা হয়। আজ রোববার (১১ জুন) সকালে তাদের ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।
আটকরা হলেন- চুয়াডাঙ্গার দর্শনা থানার ছোট বদলিয়া গ্রামের মো. ইমরান (২৫) ও একই জেলার ডামুদাহ থানার বুইছিতলা গ্রামের শহিদ হোসেন (২৮)।
আটকের সত্যতা নিশ্চিত করে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার বলেন, আটকরা মাদক কারবারি। তারা যাত্রী ও পণ্য পরিবহণের আড়ালে মাদক ব্যবসা করতেন। প্রশাসনের চোখ ফাঁকি দিতে তারা নিত্য নতুন কৌশল অবলম্বন করে থাকেন। তারা দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন জেলা থেকে মাদক পরিবহণ করে রাজবাড়ী ও ফরিদপুর এলাকায় বিক্রি করে। উদ্ধারকৃত আলামতসহ আটক আসামিদের বিরুদ্ধে বোয়ালমারী থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।