যমুনায় পুলিশের রাইফেল উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরিদল
মানিকগঞ্জে দৌলতপুর উপজেলার কাশি দয়ারামপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গিয়ে যমুনা নদীতে রাইফেল হারিয়ে ফেলেছেন পুলিশের এক সদস্য। রাইফেলটি উদ্ধারে আরিচা স্থল কাম নদী ফায়ার স্টেশনের একটি ডুবুরিদল উদ্ধারে অভিযান চালাচ্ছে।
আজ সন্ধ্যার দিকে বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান জানান, দুপুরের দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যমুনা নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ ড্রেজার জব্দ করেন। এ সময় এক পুলিশ সদস্যের রাইফেল নদীতে পড়ে যায়।
এ বিষয়ে আরিচা স্থল কাম নদী ফায়ার স্টেশনের ওয়ার হাউস ইন্সপেক্টর মো. মুজিবর রহমান জানান, বিকেলের দিকে পুলিশের রাইফেল উদ্ধারে ফায়ার সার্ভিসের একটি ডুবুরিদল কাজ শুরু করেছে। দলে তিনজন ডুবুরি, দুজন ফায়ার ফাইটার ও একজন টিম লিডার রয়েছেন।
এ বিষয়ে জানতে সহকারী কমিশনার (ভূমি) অর্ণব মালাকার ও দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম মোল্যার মুঠোফোনে একাধিকবার চেষ্টা করলেও তাঁরা ফোন রিসিভ না কারায় তাদের বক্তব্য জানা যায়নি।