ভৈরব পৌরসভার বাজেট ঘোষণা
কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার ২০২৩-২০২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার (২০ জুন) দুপুরে পৌরসভার হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে ওই বাজেট ঘোষণা করা হয়।
পৌরসভার মেয়র আলহাজ ইফতেখার হোসেন বেনু ২০২৩-২০২৪ অর্থ বছরের ৭৩ কোটি ৫১ লাখ ৩৯ হাজার ৯৮০ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন। যা গত অর্থবছরে ছিল ৯৮ কোটি ৩২ লাখ ৯২ হাজার ১৩০ টাকা।
বাজেটে আয় ধরা হয়েছে ৭৩ কোটি ৫১ লাখ ৩৯ হাজার ৯৮০ টাকা। এরমধ্যে রাজস্ব খাত থেকে আয় ধরা হয়েছে ২৬ কোটি ৬৪ লাখ ৫২ হাজার ৪৬৩ টাকা। পানি সরবরাহ শাখা থেকে এক কোটি ৬৭ লাখ ৯৬ হাজার ৬২১ টাকা এবং উন্নয়ন সহায়তা তহবিল থেকে আয় ধরা হয়েছে ৪৫ কোটি ১৮ লাখ ৯০ হাজার ৮০৬ টাকা।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পৌর মেয়র জানান, বাজেটে নতুন কোনো কর আরোপ করা হয়নি। করের আওতাও বাড়ানো হয়নি। বাড়ানো হয়েছে বেশ কয়েকটি সেবা খাতের পরিধি।
প্রস্তাবিত বাজেট উপলক্ষে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে পৌরসভার প্রধান প্রকৌশলী বাদশা আলমগীর, সিনিয়র সহকারী প্রকৌশলী মো. শাহজাহান মিয়া, পৌর নির্বাহী কর্মকর্তা মো. ফারুক হোসেন, হিসাব রক্ষক মুমিনুল আলম, প্যানেল মেয়র রাজু আহমেদ, পৌরসভার সব কাউন্সিলর, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলরসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।