দায়িত্বে অবহেলা অভিযোগে ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. রুহুল্লাহ চৌধুরীকে সামরিক বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (ইউপি-১ শাখা)।
গত ২০ জুন (মঙ্গলবার) সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই ইউপি চেয়ারম্যানকে সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপন জারি ও ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে পাঠানো হয়।
প্রজ্ঞাপনে মোবাইল কোর্টের আদেশ প্রতিপালন না করা এবং অর্পিত সরকারি দায়িত্ব পালনে অবহেলার কারণে সম্পদের ক্ষতি সাধন করায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ আইন) আইন অনুযায়ী চট্টগ্রাম জেলা প্রশাসককে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। সেই সুপারিশের আলোকে চেয়ারম্যান রুহুল্লাহর ইউনিয়নের কোনো কাজে ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে সমীচীন নয় মর্মে সরকার মনে করে।
জারি করা প্রজ্ঞাপনের কপি জেলা প্রশাসক, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রোগ্রামার, স্থানীয় সরকার বিভাগ ও বরখাস্ত হওয়া চেয়ারম্যান রুহুল্লাহ চৌধুরীর কাছে পাঠানো হয়।
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ-জোহরা বলেন, ‘এই সংক্রান্ত একটি আদেশের কপি মন্ত্রণালয় থেকে উপজেলা প্রশাসনের মেইলে পাঠানো হয়েছে। আমরা আদেশ অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি।’
এ বিষয়ে জানতে রুহুল্লাহ চৌধুরীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের বারবার চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।