মুন্সীগঞ্জে গরুর ট্রলি থেকে পড়ে একজনের মৃত্যু
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে কোরবানির গরু বোঝাই চলন্ত ট্রলি থেকে সিটকে পড়ে মো. মেহেদী হাসান (২৪) নামে একজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৬ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার পুরাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মেহেদী উপজেলার নসংকর আদাবাড়ি গ্রামের পিল্টন তালুকাদারের ছেলে।
নিহত মেহেদীর বড় ভাই মো. নয়ন তালুকদার (২৮) জানান, ছোট ভাই মেহেদী নিয়ে কোরবানির ঈদ এলে বিভিন্ন পশুরহাটে বিক্রি হওয়া গরু ট্রলিতে করে ক্রেতার বাড়ি বাড়ি পৌঁছে দেন তাঁরা। এবারও কোরবানির ঈদ সামনে তাঁরা ট্রলিতে করে পশুর হাট থেকে গরু ক্রেতার বাড়ি পৌঁছে দেওয়ার কাজ করছেন। আজ বিকেলে টঙ্গিবাড়ি উপজেলার দীঘিরপাড় অস্থায়ী পশুর হাট থেকে তিনটি গরু নিয়ে যাচ্ছিলেন জেলা সদরের মানিকপুর এলাকায়। ট্রলি চালাচ্ছিলেন তিনি। আর ছোট ভাই ট্রলিতে থাকায় গরুর সঙ্গে দাঁড়িয়ে ছিলেন। পুরাবাজার এলাকায় পৌঁছালে চলন্ত ট্রলি থেকে সিটকে সড়কের উপর পড়ে যান তাঁর ছোট ভাই। তাৎক্ষণিক স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় তাঁকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে আনা হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
টঙ্গিবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব খান গরু বোঝাই ট্রলি থেকে সিটকে পড়ে একজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।