শরীয়তপুরের ২০ গ্রামে ঈদুল আজহা উদযাপন
শরীয়তপুরের চার উপজেলার ২০ গ্রামের সুরেশ্বর পীরের অনুসারীরা আজ বুধবার (২৭ জুন) ঈদুল আজহা উদযাপন করছে। এদিন সকাল ১০টায় সুরেশ্বর দরবার শরীফে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
সুরেশ্বর পীরের দরবার শরীফ সূত্র জানায়, সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রায় ১০০ বছরের বেশি সময় ধরে সুরেশ্বর পীরের সব ভক্ত ও তাদের মুরিদানেরা একই নিয়মে ঈদ উৎসব পালন করে। অন্তত ১৫ হাজার অনুসারী এ ঈদে অংশগ্রহণ করবে।
সুরেশ্বর দরবার শরীফের বর্তমান গদিনীশীন মুত্তাওয়ালী সৈয়দ কামাল নুরী বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের উৎসব করে আসছি। এর ধারাবাহিকতায় শরীয়তপুরের ১৫টি গ্রামের অন্তত ১০ হাজার মুরিদ আমাদের সঙ্গে ঈদুল আজহা পালন করছে।’