জামালপুরে প্রতিপক্ষের হামলায় বীর মুক্তিযোদ্ধা নিহত
জামালপুরের ইসলামপুরে বৃষ্টির পানি নিষ্কাশনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় বীর মুক্তিযোদ্ধা সাদেক আলী (৭০) নিহত হয়েছেন। আজ শনিবার (১ জুলাই) বিকেলে ইসলামপুর উপজেলার পাথর্শী ইউনিয়নের রৌহারকান্দা গ্রামে এই ঘটনা ঘটে।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান জানান, উপজেলার রৌহারকান্দা গ্রামের বীর মুক্তিযোদ্ধা সাদেক আলী আজ বিকেলে নিজ বাড়ির উঠানে জমে থাকা বৃষ্টির পানি নিষ্কাশন করতে যান। এ সময় প্রতিবেশী দুখু (৪২), আরিফ (২৫) ও রুবেল (৩০), ছোটন (৩০), লাজু (৩৫) ও মাহমুদুল (২০) সাদেক আলীকে পানি নিষ্কাশনে বাধা দেয় এবং এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বীর মুক্তিযোদ্ধা সাদেক আলীর ওপর প্রতিপক্ষের লোকজন হামলা করে ও এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে মাটিতে ফেলে দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ প্রসঙ্গে মাজেদুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ছয় জনকে আটক করা হয়েছে, মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’
নিহত বীর মুক্তিযোদ্ধা সাদেক আলী ইসলামপুর ইসলামিয়া কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক ও স্থানীয় একটি মসজিদে ইমামতি করতেন।