এনটিভির উত্তরোত্তর সাফল্য কামনা করি : রাষ্ট্রপতি
এনটিভির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী (৩ জুলাই, সোমবার) উপলক্ষে এক বাণীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এনটিভির উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেছেন, বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির ২০ বছর পূর্তি উপলক্ষে আমি প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ, কলাকুশলী, সংবাদকর্মীসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
এনটিভির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাণীতে রাষ্ট্রপতি বলেন, গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় গণতন্ত্রের বিকাশ, জনমত গঠন এবং সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধ রচনায় গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। সরকার অবাধ তথ্যপ্রবাহ ও গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। গণমাধ্যমের বিকাশে ও গণমাধ্যমকর্মীদের কল্যাণে সরকার নানাবিধ সহযোগিতা প্রদান করছে।
মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি গণমাধ্যমগুলোকে দেশের সমাজব্যবস্থা ও সংস্কৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ ও বস্তুনিষ্ঠ অনুষ্ঠান প্রচার করতে হবে। গণমাধ্যমসমূহ দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় অধিকতর দায়িত্বশীলতার সাথে প্রচার কার্যক্রম পরিচালনা করবে-এটাই আমার প্রত্যাশা।
রাষ্ট্রপতি আরও বলেন, আমি আশা করি ‘সময়ের সাথে আগামীর পথে’ এ প্রতিপাদ্যকে ধারণ করে এনটিভি বৈচিত্র্যপূর্ণ ও রুচিশীল অনুষ্ঠানমালা, বাঙালি সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে। সৃজনশীল পরিবেশনার মধ্য দিয়ে এনটিভি জনপ্রত্যাশা পূরণে সফল হোক-এ আশাবাদ ব্যক্ত করছি। আমি বেসরকারি চ্যানেল এনটিভির উত্তরোত্তর সাফল্য কামনা করি।