গজারিয়ায় ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের ভাটেরচর বাসস্ট্যান্ড এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাতনামা ট্রাকের পিছনে ধাক্কা দিলে মোটরসাইকেলটির এক আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের নাম মাহিন মিয়া (১৯)। সে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চান্দপুর গ্রামের রোমান মিয়ার ছেলে। আহত মোটরসাইকেল চালক আশিক (১৯) একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে বলে জানা গেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, ঈদের পরের দিন সপরিবারে নানা বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দড়িকান্দি গ্রামে বেড়াতে আসে মাহিন। এসময় তার বন্ধু আশিকও তাদের সাথে আসে। এদিকে সোমবার (৩ জুলাই) দড়িকান্দি থেকে মোটরসাইকেলযোগে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকায় নির্মাণাধীন একটি ওয়াটার পার্ক ঘুরে দেখার উদ্দেশে বের হয় তারা। পার্কটি বন্ধ থাকায় ফিরে যাবার পথে দুপুর পৌনে একটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের ভাটেরচর এলাকায় ঢাকামুখী লেনে পথচারী একটি শিশুকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলটি অজ্ঞাতনামা ট্রাকের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মাহিন মারা যায়। গুরুতর অবস্থায় আহত মোটরসাইকেল চালক আশিককে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় স্থানীয়রা। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন কর্তব্যরত চিকিৎসক।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসএম রাশেদুল ইসলাম বলেন, লাশ ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে রয়েছে। আমরা ট্রাকটি শনাক্ত করার চেষ্টা করছি।