সিরাজগঞ্জে বাবা-ছেলে হত্যা মামলার ২৩ আসামি কারাগারে
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নের দত্তপাড়া এলংজানি গ্রামে কৃষকলীগ নেতা জামাল উদ্দিন প্রামানিক ও তার বাবা মোশারফ প্রামানিক (বাবা-ছেলে) হত্যা মামলার ২৩ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ২৩ আসামি আইনজীবীর মাধ্যমে সিরাজগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। জামিন শুনানি শেষে বিচারক মোহাম্মদ রাশেদ তালুকদার তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
সিরাজগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পিপি আব্দুর রউফ পান্না ও জুডিসিয়াল পেশকার বোরহান কবীর এই তথ্য নিশ্চিত করে বলেন, আসামিরা গত ২৩ মে হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ তারা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। জামিন শুনানি শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আসামিরা হলেন- উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নের দত্তপাড়া এলংজানি গ্রামের আজিজ প্রামানিক (৪৮), শাজাহান আলী (৪৫), মোরশেদ (৩৮), আমজাদ মোল্লা (৪৩), মিঠুন মোল্লা (২৮), জুয়েল (৪৫), জীবন সরদার (২৬), নেগার সরদার (৫৫), জালাল শেখ ফরিদ (৩৫), সুখচাঁদ (৪০), আয়শা খাতুন (৪০), আকাশ মোল্লা (২৬), আশিক মোল্লা (২৫), কদম (৩৫), হাশেম মোল্লা (৬০), সোহেল রানা (৩০), আলমগীর (৪২), আলম প্রামানিক (৪০), শাহ আলম মোল্লা (৩৫), আশরাফুল ইসলাম (৩০), বাবু মোল্লা (৬০) ও আজিদ প্রামানিক (৪৫)।
চলতি বছরের ২৩ এপ্রিল উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নের দত্তপাড়া এলংজানি গ্রামের মসজিদের পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ওয়ার্ড কৃষকলীগ নেতা জামাল উদ্দিন প্রামানিক নিহত হন। এসময় নিহত জামাল উদ্দিন প্রামানিকের বাবা মসজিদের মোয়াজ্জিন মোশারফ প্রামানিকসহ অন্তত ১০ জন আহত হন। চলতি বছরের ২৮ এপ্রিল বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় মোয়াজ্জিন মোশারফ প্রামানিকের মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত মোয়াজ্জিন মোশারফ প্রামানিকের ছেলে ও মোহনপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি বাবলু হোসেন বাদী হয়ে ৪৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি করে উল্লাপাড়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় আজ ২৩ আসামিকে কারাগারে পাঠালো আদালত। এর আগে গত ৭ জুন এই মামলার আরও চার আসামিকে কারাগারে পাঠায় আদালত।