সিলেট-পঞ্চগড়-নাটোরে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
‘সময়ের সাথে আগামীর পথে’ স্লোগান নিয়ে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি পার করল আরও একটি বছর। ২০ শেষ করে ২১-এ পা দিয়েছে দর্শক-নন্দিত চ্যানেলটি। নানা আয়োজনে সারা দেশের মতো সিলেট, পঞ্চগড় ও নাটোরেও উদযাপিত হয়েছে সম্প্রচার মাধ্যমটির শুভক্ষণ। এই তিন জেলার প্রতিনিধিদের পাঠানো তথ্য থাকছে এবারের প্রতিবেদন।
সিলেট থেকে মারুফ আহমেদ জানান, বর্ষপূর্তি উপলক্ষে গতকাল সোমবার (৩ জুলাই) দুপুরে নগরীর জিন্দাবাজার এলাকায় ব্লু ওয়াটার শপিং সিটির নবম তলায় ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেক কেটে সেই অনুষ্ঠানের শুরু করা হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম, সময় টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান ও সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির, ইমজা সভাপতি ও যমুনা টিভির ব্যুরো প্রধান মাহবুবুর রহমান রিপন, সাধারণ সম্পাদক গোলজার আহমেদ, সাবেক সভাপতি ও আরটিভির স্টাফ রিপোর্টার কামকামুর রাজ্জাক রুনুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আরিফুল হক চৌধুরী বলেন, ‘নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য উপস্থাপনের মাধ্যমে এনটিভি সাধারণ মানুষের মুখপাত্র হয়ে উঠেছে। আগামী দিনে গণতান্ত্রিক আন্দোলনে এনটিভি সাধারণ মানুষের পাশে থাকবে।’
পঞ্চগড় থেকে সাজ্জাদুর রহমান সাজ্জাদ জানান, নানা আয়োজনে পঞ্চগড়ে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। ২১ বছরে পদার্পণ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, কেক কাটা, গাছের চারা বিতরণ ও বৃক্ষ রোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এ ছাড়া পঞ্চগড় প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া বীর মুক্তিযোদ্ধা এ টি এম সারোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, বিএনপির কেন্দ্রীয় নেতা ফরহাদ হোসেন আজাদ, পঞ্চগড় পৌরসভার মেয়র জাকিয়া খাতুন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবু তোয়বুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, জাসাস নেতা ইউনুস শেখ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী, প্রবীণ সাংবাদিক শহীদুল ইসলাম শহীদসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে কেক কাটা হয়। পরে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এনটিভির পক্ষ থেকে পঞ্চগড় প্রেসক্লাব চত্বরে একটি বকুল ফুলের চারাগাছ রোপণ করেন। পরে, প্রেসক্লাব থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
নাটোর থেকে হালিম খান জানান, এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শহরের শাহারা চাইনিজ রেস্টুরেন্টে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে আলোচনা সভা ও কেক কাটা হয়। এ সময় উপস্থিত ছিলেন নাটোর সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, পৌর মেয়র উমা চৌধুরী জলি, এনটিভির ব্রডকাস্ট বিভাগের কর্মকর্তা সৈয়দ আব্দুর রাজ্জাক রাজু, নাটোর প্রেসক্লাব সভাপতি রেজাউল করিম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এমরান সোনার, বিএনপি নেতা জিয়াউর রহমান লেলিনসহ গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।