এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে ময়মনসিংহ-মেহেরপুরে ব্যতিক্রমী আয়োজন
ব্যতিক্রমী আয়োজনে ময়মনসিংহ ও মেহেরপুরে উদযাপিত হয়েছে দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী। জেলা দুটিতে এতিমদের সঙ্গে নিয়ে দিনটি উদযাপন করা হয়। ময়মনসিংহে তাদের মধ্যে বিতরণ করা হয় খাদ্য, আর মেহেরপুরে এতিমদের সঙ্গে বসে খাবার খান অতিথিরা। একইসঙ্গে এই জেলায় একটি এতিমখানার পাঁচ শিশুর হাতে পবিত্র কোরআন শরিফ তুলে দেওয়া হয়।
আজ মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে ঐতিহ্যবাহী মেহেরপুরের গাংনী এতিমখানা মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে এনটিভি পরিবারের পক্ষ থেকে এতিমখানার পাঁচ শিশুকে পবিত্র কোরআন শরিফ তুলে দেওয়া হয়।
এনটিভির মেহেরপুর জেলা প্রতিনিধি রেজ আন উল বাসার তাপস আলোচনা সভায় সভাপতিত্ব করেন। দোয়া মোনাজাত শেষে এতিমখানার শিশু ও অতিথিরা একসঙ্গে বসে দুপুরের খাবার খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্যের স্ত্রী লাইলা আরজুমান বানু, মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ইয়াদুল মোমিন। সঞ্চালনায় ছিলেন মেহেরপুর প্রতিদিনের বার্তা সম্পাদক জুলফিকার আলী কানন।
বক্তারা বাংলাদেশ স্যাটেলাইট টেলিভিশনে এনটিভির বিগত দিনের কার্যক্রম নিয়ে আলোচনা করেন। তারা বলেন, বাংলাদেশের টেলিভিশন জগতে এনটিভি একটা বিশেষ স্থান অর্জন করেছে, তাদের সংবাদের মান অনুষ্ঠানের পরিকল্পনা সাধারণ জনগণের কাছে দারুণভাবে সমাদৃত হয়েছে।
এর আগে গতকাল সোমবার (৩ জুলাই) সকালে এতিমদের মাঝে রান্না খাবার বিতরণ করা হয়েছে। খাবার বিতরন করেন ময়মনসিংহ সিটি মেয়র মো. ইকরামুল হক টিটু, পিআরও শেখ মাহাবুল হুসেন রাজিব, এনটিভির নিজস্ব প্রতিবেদক আইয়ুব আলী, ময়মনসিংহ রিপোর্টাস ইউনিটির সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।
খাবার বিতরণ শেষে মেয়র বলেন, ‘এনটিভি সূচনালগ্ন থেকে পেশাদারিত্ব দিয়ে মানুষের প্রত্যাশা পূরণ করে আসছে।’ মহান মুক্তিযুদ্ধের চেতনায় আগামীতেও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে মানুষের সেই আশা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।