সিরাজগঞ্জে মহাসড়কে ধীরগতিতে চলছে যানবাহন
সিরাজগঞ্জে মহাসড়কে যানজটের কারণে ভোগান্তিতে পড়তে হয়েছে যাত্রীদের। বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা সেতু থেকে হাটিকুমরুল হয়ে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। বৃষ্টির সঙ্গে যানজট ভোগান্তির মাত্রা বাড়িয়ে দেয় যাত্রীদের।
যানজট নিরসনে কাজ করছে হাইওয়ে থানা পুলিশ। তবে এ প্রতিবেদন লেখার সময় আজ শুক্রবার (৭ জুলাই) রাত ৮টায় যানজট কিছুটা কমে এসেছে। মহাসড়কে যানবাহন চলছে ধীরগতিতে। মহাসড়কে যানজট থাকায় সিরাজগঞ্জ শহর দিয়ে চলাচল করছে কিছু দূরপাল্লার যানবাহন।
আজ সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের উল্লাপাড়া উপজেলার পাচলিয়া নামক স্থানে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে এ যানজটের সৃষ্টি হয়। ধীরে ধীরে তা নলকা সেতু থেকে চান্দাইকোনা পর্যন্ত ছড়িয়ে পড়ে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির জানান, মহাসড়কে একটি দুর্ঘটনা ঘটায় নলকা সেতু এলাকা থেকে যানজট সৃষ্টি হয়েছে। অপর দিকে মহাসড়কে ঢাকাগামী যানবাহনের চাপ থাকায় যানজটের সৃষ্টি হয়। তবে যানজট নিরসনে নিরলসভাবে কাজ করছে হাইওয়ে পুলিশ। অনেকটা স্বাভাবিক হয়ে আসছে যানজট। তবে ধীরগতিতে চলছে যানবাহন।
ঢাকা-বগুড়া মহাসড়কের সাহেবগঞ্জ এলাকার মনিরুল ইসলাম বলেন, সকাল থেকে বিকেল পর্যন্ত মহাসড়কে তীব্র যানজট ছিল। তবে সন্ধ্যার পর থেকে যানজট কিছুটা কমতে শুরু করে।
নাটোর থেকে আসা যাত্রী তরিকুল ইসলাম বলেন, দুপুর ১২টায় নাটোর থেকে সিরাজগঞ্জের উদ্দেশে রওনা হয়েছি। কিন্তু বিকেল ৫টা পর্যন্ত সিরাজগঞ্জ রোডে গোলচত্বর এলাকায় আটকে থাকতে হয়েছে। তার পর বিকল্প পথে বাড়ি ফিরতে হয়েছে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, ‘বঙ্গবন্ধু সেতু এলাকায় ঢাকামুখী ও উত্তরাঞ্চলগামী যান বাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে নলকা সেতুর পর থেকে মহাসড়কের কী অবস্থা তা আমি বলতে পারব না।’