সিরাজগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন নিয়ে কারণ দর্শানোর নোটিশ
সিরাজগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি নির্বাচনে কেন অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত। আগামী তিন দিনের মধ্যে নির্বাচন কমিশন, আহ্বায়ক ও ভূতপূর্ব আহ্বায়ক কমিটির নয় সদস্যকে এ নোটিশ দেন আদালত। আগামী বুধবার (১৯ জুলাই) এ নির্বাচনের অনুষ্ঠিত হওয়ার কথা।
আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ সদর সিনিয়র সহকারী জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক আহসান হাবিব এ কারণ দর্শানোর নোটিশ দেন।
কার্যনির্বাহী কমিটি গঠনের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে গতকাল মঙ্গলবার (১১ জুলাই) আদালতে আবেদন করেন দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি জেহাদুল ইসলাম, জাগোনিউজ২৪ডটকমের জেলা প্রতিনিধি এম এ মালেক ও দৈনিক বর্তমানের জেলা প্রতিনিধি ইউসুফ দেওয়ান রাজু।
তিনজন বাদী স্বাক্ষরিত পিটিশনটিতে সিরাজগঞ্জ প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. রেজাউল বারি রন্টুকে ১নং করে মোট নয়জনকে বিবাদী করা হয়েছে।
বিবাদীগণকে তিনদিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় একতরফা শুনানি করে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করার বিধান রয়েছে বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আলহাজ রেজাউল করিম রাখাল।
গত ১৫ মার্চ মোকদ্দমা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সিরাজগঞ্জ প্রেসক্লাবে যেন কোনো কার্যনির্বাহী কমিটি গঠন করতে না পারে এ জন্য আহ্বায়ক কমিটি, নির্বাচন কমিশনের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছিলেন সিরাজগঞ্জ সদর সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক মোহাম্মদ সুলতান উদ্দিন প্রধান।
প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুল কুদ্দুস আদালতের কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন বলে নিশ্চিত করেছেন।