নরসিংদীতে পুকুরে বিষ দিয়ে দুর্বৃত্তদের মাছ নিধন
নরসিংদীতে পুকুরে বিষ দিয়ে ১২ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। পলাশ উপজেলার জিনারদী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও মৎস্যচাষি মো. কিরণ আলী প্রধানের পুকুরে এ মাছ নিধনের ঘটনা ঘটে।
আজ শুক্রবার (১৪ জুলাই) সকাল থেকে পুকুরে মাছ ভেসে উঠতে শুরু করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মরা মাছ ভেসে উঠার সংখ্যাও বাড়তে থাকে।
খোঁজ নিয়ে জানা যায়, কিরণ আলী প্রধান বাড়ির পাশে প্রায় ৭০ শতক জমিতে কৈ মাছের চাষ করেছেন। গতকাল বৃহস্পতিবার রাতে বা আজ ভোরের কোনো এক সময় তাঁর ৭০ শতক জমির পুকুরে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা। সকালে পুকুরে মাছ মরে ভেসে উঠতে থাকে। একপর্যায়ে পুকুরের সব মাছ মরে ভেসে উঠে। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কিরণ আলী প্রধান।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, এ ঘটনার বিষয়ে আমাকে জানানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।