নির্বাচনে সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই : কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, নির্বাচিত সরকারের বিরুদ্ধে বিএনপির পদত্যাগ করার দাবিটি হাস্যকর। নির্বাচনে সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।
আজ শনিবার (১৫ জুলাই) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে শহরের পৌর উদ্যানে একদিনে এক লাখ গাছ রোপণ ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী এ কথা বলেন।
এসময় কৃষিমন্ত্রী আরও বলেন, ‘বিএনপিসহ অন্য বিরোধী দলের যারা বলছেন এই সরকার পদত্যাগ করবে তাদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। একটি নির্বাচিত সরকার কোনোদিন কারও দাবিতে পদত্যাগ করবে না। ২০১৪ ও ১৫ সালে তাদের সন্ত্রাস আমরা দেখেছি। সন্ত্রাসকে এই দেশের মানুষ মোকাবিলা করতে পেরেছে। যারা এই পদত্যাগের দাবি করছে তাদের দাবি কোনোদিনও পূরণ হবে না। এটি একটি হাস্যকর বিষয়। অতএব তারা সহযোগিতা করতে পারে কীভাবে নির্বাচন সুষ্ঠু করা যায়। নির্বাচনে সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।’
এ সময় টাঙ্গাইল জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র সিরাজুল হক আলমগীর, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।