রাজবাড়ীর নিজ গ্রামে সমাহিত কার্টুনিস্ট এমএ কুদ্দুস
রাজবাড়ী নিজ গ্রামে আজিরন নেছা কবরস্থানে সমাহিত করা হলো ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি ও ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক কার্টুনিস্ট এম এ কুদ্দুসকে।
এর আগে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বেনীনগর ইসলামপুর ঈদগাহ ময়দানে শনিবার (১৫ জুলাই) দ্বিতীয় দফা নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বিকেলে ঢাকা থেকে তার মরদেহ রাজবাড়ী প্রেসক্লাবে আনা হয়।
সেখানে রাজবাড়ী প্রেসক্লাব, রাজবাড়ী জেলা প্রেসক্লাব রিপোর্টার্স ইউনিটি, আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগের পক্ষ থেকে মরদেহে পুষ্পস্তবর্ক অর্পণ করে তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হয়।
এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, সাংগঠনিক সম্পাদক অসীম কুমার পাল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী রাকিবুল হাসান শান্তনু, জেলা যুবলীগের সভাপতি মো. শওকত হাসান, সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিয়া সোহেল, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মোহাম্মদ জহুরুল হক, সহ-সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, সিনিয়র সাংবাদিক এম দেলোয়ার হোসেন, রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি হেলাল মাহমুদ, সাধারণ সম্পাদক শিহাবুর রহমান, সহ-সম্পাদক মাহফুজুর রহমান, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম, সদস্য মীর সামসুজ্জামান সৌরভ, মিঠুন গোস্বামীসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
শনিবার ভোরে ঢাকার শাহীনবাগের বাসায় স্ট্রোক করে মারা যান রাজবাড়ীর কৃতি সন্তান এম এ কুদ্দুস। তার প্রথম নামাজে জানাজা ঢাকার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়।