দেশি-বিদেশি চক্রান্ত মোকাবিলায় আ.লীগ প্রস্তুত : সেলিম আলতাফ জর্জ
নির্বাচনকে ঘিরে দেশি-বিদেশি চক্রান্ত শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। তিনি বলেছেন, এসব চক্রান্ত রাজপথে মোকাবিলার জন্য আওয়ামী লীগ প্রস্তুত রয়েছে।
আজ সোমবার (২৪ জুলাই) বিকেলে কুমারখালীর যদুবয়রা স্কুল মাঠে প্রধানমন্ত্রীর উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখার প্রত্যয়ে শান্তি ও উন্নয়ন সমাবেশে জর্জ এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে সেলিম আলতাফ জর্জ বলেন, ‘নির্বাচনকে সামনে নিয়ে দেশি-বিদেশি চক্রান্ত শুরু হয়েছে। এসব চক্রান্ত রাজপথে মোকাবিলা করার জন্য আওয়ামী লীগ প্রস্তুত রয়েছে।’
শান্তি ও উন্নয়ন সমাবেশে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজার হাজার নেতাকর্মী অংশ নেয়। এতে প্রধান বক্তার বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজি রবিউল ইসলাম। আরও বক্তব্য দেন খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বাবুল আক্তার, কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শামসুজ্জামান অরুণ, জেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম প্রমুখ।
সম্প্রতি জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান ও সাধারণ সম্পাদক আজগর আলীর এক বক্তব্যের প্রসঙ্গ টেনে জেলা আওয়ামী লীগের সহসভাপতি রবিউল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন জর্জের পক্ষে ভালো সার্টিফিকেট দেন তখন জেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক কীভাবে তাঁর বিরুদ্ধে কথা বলেন? কীভাবে দলের বিরুদ্ধে ও নৌকা প্রতীকের বিরুদ্ধে কথা বলেন? এটা আওয়ামী লীগের জন্য ভালো লক্ষণ নয়।’