মোটরসাইকেল দুর্ঘটনায় গ্রামীণফোনের সেলস রিপ্রেজেনটেটিভ নিহত
মোংলায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. ইব্রাহিম হোসেন নামে গ্রামীণফোনের এক সেলস রিপ্রেজেনটেটিভের (এসআর) মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৩০ জুলাই) রাতে উপজেলার জোড়া ব্রিজ এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি পিকআপকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লাগলে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ ও এলাকাবাসী জানান, গ্রামীণফোন কোম্পানির স্থানীয় এসআর মো. ইব্রাহিম হোসেন অন্যান্য দিনের মতো নিয়মিত লাইনের (বিভিন্ন এলাকার) কাজ শেষে মোটরসাইকেলে করে পৌর শহরে ফিরছিলেন। উপজেলার চিলা ইউনিয়ন থেকে পৌর শহরে আসার পথে রোববার রাতে চিলার জোড়া ব্রিজ এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপকে সাইড দিতে গিয়ে তার মোটরসাইকেলটি রাস্তার পাশের বাবলা গাছে সজোরে ধাক্কা লাগে। এ সময় ওই গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা লাশটি উদ্ধার করে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। খবর পেয়ে হাসপাতালে লাশের সুরতহাল রিপোর্ট করার পর পরিবারের কারো কোন অভিযোগ না থাকায় পুলিশ লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করেছেন। নিহত ইব্রাহিম পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের সামছুর রহমান সড়কের বাসিন্দা সুলতান আহমেদের ছেলে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত যুবকের লাশের সুরতহাল রিপোর্ট তৈরির পর এ ঘটনায় পরিবারের কারো কোনো অভিযোগ ও আপত্তি না থাকায় মরদেহটি রাতেই তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।