জামায়াতের সমাবেশ স্থগিত করে নতুন কর্মসূচি ঘোষণা
বায়তুল মোকাররমের উত্তর গেটে ডাকা শান্তিপূর্ণ সমাবেশ স্থগিত করে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার (১ আগস্ট) বেলা ১১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন কর্মসূচি অনুযায়ী, আগামী ৪ আগস্ট রাজধানীতে শান্তিপূর্ণ সমাবেশ করবে বলে জানায় দলটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আগামী ৪ আগস্ট রাজধানী ঢাকায় শান্তিপূর্ণ সমাবেশের কর্মসূচি ঘোষণা করছি। আশা করি, পুলিশ প্রশাসন এ বিষয়ে সহযোগিতা করবে।’
বিজ্ঞপ্তিতে ১ আগস্টের কর্মসূচি স্থগিত করার কথা উল্লেখ করে বলা হয়, ‘আমরা নগরবাসীকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি বাস্তবায়ন করতে চাই। আজকের সমাবেশ বাস্তবায়নে আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি। গতকাল ৩১ জুলাই, সাংবাদিক সম্মেলনের মাধ্যমে শান্তিপূর্ণ সমাবেশ বাস্তবায়নে পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার সার্বিক সহযোগিতা কামনা করেছিলাম। আমরা আশা করেছিলাম, আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনী কোনো দলের পক্ষ না হয়ে জনগণের পক্ষে ভূমিকা পালন করবেন। কিন্তু, ডিএমপি কমিশনার আমাদের সমাবেশ না করার জন্য মৌখিকভাবে জানায়। এ ছাড়া ডিএমপির মতিঝিল জোনের উপপুলিশ কমিশনার সাংবাদিকদের বলেন, জামায়াতকে মঙ্গলবার (১ আগস্ট) রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি। তারা যদি ডিএমপির সিদ্ধান্ত ভঙ্গ করে সমাবেশ বা জড়ো হওয়ার চেষ্টা করে, তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’