নতুন জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
নওগাঁর নতুন জেলা প্রশাসক মো. গোলাম মওলা সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় জেলা প্রশাকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় নতুন জেলা প্রশাসক বলেন, ‘একটি জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড সম্প্রসারণের জন্য প্রশাসন এবং সাংবাদিকদের সমন্বয়ে করে কাজ করতে হয়। একজন জেলা প্রশাসক সেই জেলার সমন্বয়কের ভূমিকা পালন করে থাকেন। জেলা প্রশাসক ব্রিটিশ বেনিয়াদের মতো নন, যে কিছুদিন কাজ করে পর্যাপ্ত মালামাল নিযে বাড়ি ফিরে যাবেন।’
যতটা সম্ভব সততার সঙ্গে কাজ করে যাওয়্র প্রতিশ্রুতি দিয়ে জেলা প্রশাসক সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান। তিনি বলেন, ‘মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য সংবলিত সংবাদ সমাজ, ব্যক্তি বা সরকারের মারাত্মক ক্ষতি সাধন করে।’ এ ক্ষেত্রে তিনি ইউটিউবার ও ফেসবুকারদের অসংলগ্ন, কুরুচিপূর্ণ, বিভ্রান্তিমূলক সংবাদ পরিবেশনের কথা উল্লেখ করেন।
মতবিনিময় সভায় জেলা প্রেসক্লাবের সভাপতি মো. কায়েস উদ্দিন, সাধারণ সম্পাদক শফিক ছোটন, জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ এস এম রায়হান আলম, সাধারণ সম্পাদক আসাদুর রহমান জয়, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদ, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নয়ন, জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এমদাদুল হক সুমন, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক খন্দকার আব্দুর রউফ পাভেল, অর্থ সম্পাদক হারুন উর রশিদ চৌধুরী, কার্যনির্বাহী সদস্য আব্দুর রউফ রিপন, সাবেক সাধারণ সম্পাদক মাসুদুর রহমান রতনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা বক্তব্য দেন।
মো. গোলাম মওলা ২৪তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা। তিনি নওগাঁয় জেলা প্রশাসক হিসেবে যোগ দেন গত ৩১ জুলাই। এর আগে সর্বশেষ তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর একান্ত সচিব (পিএস) হিসেবে কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলায়।