বখাটেদের নির্যাতনে আহত রিকশাচালকের মৃত্যু
শেরপুরে বিকট শব্দে গান বাজাতে নিষেধ করায় বখাটেদের দেশীয় অস্ত্রের আঘাতে ও মারধরে আহত রিকশাচালক মিনা শেখ মারা গেছেন। গতকাল বুধবার (২ আগস্ট) দিনগত রাতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত মিনা শেখের বাড়ি জেলা শহরের পশ্চিম শেরী মহল্লায়। গত মঙ্গলবার রাতে তাঁকে পিটিয়ে আহত করে একই এলাকার কয়েক বখাটে। এ ঘটনায় গতকাল রাতেই তাঁর স্ত্রী রহিমা বেগম সদর থানায় একটি হত্যা মামলা করেছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহমেদ বাদল মামলা ও নিহত মিনা শেখের স্ত্রীকে উদ্ধৃত করে জানান, গত মঙ্গলবার মধ্যরাতে পশ্চিম শেরী মহল্লার বখাটে সোহান, রাজীব, কবির, রবিউলসহ কয়েকজন নিহত মিনা শেখের বাড়ির পেছনে উচ্চ শব্দে গান বাজিয়ে মাছ ধরছিল। এ সময় মিনা শেখ গানের শব্দ কমাতে বলায় বখাটেরা মাছ ধরার কোচ, টেঁটা, রাম-দা দিয়ে কুপিয়ে এবং পিটিয়ে তাঁকে আহত করে। পরে আহত অবস্থায় তাঁকে প্রথমে শেরপুর জেলা হাসপাতালে এবং পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখানে চিকিসারত অবস্থায় গতকাল রাতে মারা যান তিনি। তাঁর স্ত্রী রহিমা বেগম গতকাল রাতেই সদর থানায় একটি হত্যা মামলা করেছেন।
নিহত মিনা শেখের স্ত্রী বলেন, ‘ওরা আমার চোখের সামনে স্বামীকে মেরে ফেলেছে। আমার দুই সন্তান নিয়ে আমি এখন কোথায় যাব। আমি হত্যাকারীদের বিচার চাই।’