সিরাজগঞ্জে চারটি বালুবাহী বাল্কহেড জব্দ করেছে নৌপুলিশ
সিরাজগঞ্জে যমুনা নদীতে অভিযান চালিয়ে চারটি বালুবাহী বাল্কহেড জব্দ করেছে সদর থানা নৌপুলিশ। তবে অভিযানে এসব বাল্কহেডে থাকা কাউকে আটক করা হয়নি। বাল্কহেডগুলো যমুনা নদী থেকে বালু তোলার কাজে ব্যবহার করা হচ্ছিলো।
আজ শনিবার (৫ আগস্ট) সকালে সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নে যমুনা নদীতে অভিযান চালিয়ে বাল্কহেডগুলো জব্দ করা হয়। এরপর সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ডপয়েন্টে পুরাতন জেলখানা ঘাটে সেগুলো নোঙর করে রাখা হয়। জব্দ করা
চারটি বাল্কহেড মাদারিপুরের শিবচর এলাকা থেকে আনা হয়েছে বলে জানা গেছে।
সিরাজগঞ্জ সদর নৌ থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল হক জানান, সকালে যমুনা নদীতে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে চারটি বাল্কহেড জব্দ করা হলেও কাউকে আটক করা যায়নি। চারটি বাল্কহেডের মধ্যে একটির কাগজ পত্র রয়েছে অন্য তিনটির কোনো কাগজপত্র পাওয়া যায়নি। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।