দিনাজপুরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত
দিনাজপুরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার (৯ আগস্ট) সকালে দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেরগাদি ইউনিয়নের দশ মাইল সড়কের গোপালগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাইকেল আরোহী হলেন—১নং চেহেলগাজী ইউনিয়নের পশ্চিম শিবরামপুরের মৃত সোনা সরেন রায়ের ছেলে কাঞ্চি সরেন (৫৫)।
স্থানীয়রা জানায়, দুর্ঘটনার পর দিনাজপুর ফায়ার সার্ভিস ও পুলিশ এসে মৃত সাইকেল আরোহীর মরদেহ রাস্তা থেকে রাস্তা সরিয়ে নেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভির বলেন, ‘ঘাতক ট্র্যাকটি জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গ পাঠানো হয়েছে।’