গুজব ও সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবিলায় যশোরে জিআইএস সিস্টেম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রের জিআইএস ম্যাপিং করা হচ্ছে। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে গুজব ও সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবিলায় ভূমিকা রাখবে এই সিস্টেম। পোলিং এজেন্ট, ভোটকেন্দ্র কমিটি ও ছাত্রলীগকে সঠিক তথ্য দ্রুততার সঙ্গে প্রদান ও সমস্যার সমাধানে সহায়তা করবে বলেও দাবি করা হয়েছে।
এ বিষয়ে যশোর জেলা আওয়ামী লীগ অফিসের স্মার্ট কর্নারে আজ বৃহস্পতিবার (১০ অগস্ট) সকালে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন যশোর শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ।
জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য মোস্তফা আশীষ ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর শহর আওয়ামী লীগের এস এম মাহমুদ হাসান বিপু ও যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজিব নওশাদ পল্লব।
জেলা আওয়ামী লীগ অফিসের স্মার্ট কর্নারের দায়িত্বে থাকা চারজনসহ ৩০ ছাত্রলীগ কর্মী জিআইএস ম্যাপিং কর্মশালায় প্রশিক্ষণ নেন।
কর্মশালার আয়োজক মোস্তফা আশীষ ইসলাম জানান, আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে গুজব ও সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবিলায় জিআইএস সিস্টেম কার্যকর ভূমিকা রাখবে। পোলিং এজেন্ট, ভোটকেন্দ্র কমিটি ও ছাত্রলীগকে সঠিক তথ্য দ্রুততার সঙ্গে প্রদান ও সমস্যার সমাধানে সহায়তা করবে এই সিস্টেম।
মোস্তফা আশীষ ইসলাম বলেন, ‘যশোরের ঝিকরগাছা ও চৌগাছা উপজেলার ১৭৫টি ভোটকেন্দ্রের জিআইএস ম্যাপিং করতে মাঠপর্যায়ের কাজ শুরু করা হবে।’