ঝিনাইদহে দুই সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা
ঝিনাইদহে ‘এখন’ টেলিভিশনের স্টাফ রিপোর্টার আব্দুর রহমান মিল্টন ও দৈনিক ‘ডেইলি বাংলাদেশের’ জেলা প্রতিনিধি রামিম হাসানের ওপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার (১০ আগস্ট) দিনগত রাতে ঝিনাইদহ সদর থানায় মামলা করা হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার ঝিনাইদহ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে সাক্ষী দিয়ে জেলা শহরে ফিরছিলেন দুই সাংবাদিক। দুপুর ১টা ৪০মিনিটের দিকে ঝিনাইদহ ডিসি কার্যালয়ের পশ্চিম দিকের গেটের সামনের পাকা রাস্তায় তাদের ওপর হামলা করে দুর্বৃত্তরা।
সাংবাদিক আব্দুর রহমান মিল্টন অভিযোগ করে জানান, ২০১৮ সালের ১৫ ডিসেম্বর জেলা শহরের এইচএসএস সড়কে যমুনা টেলিভিশনের প্রতিনিধি আহমেদ নাসিম আনসারীর স্থানীয় কার্যালয়ে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ভাঙচুর করে এবং বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। ওই সময় কার্যালয়ে আহমেদ নাসিম আনসারী অনুপস্থিত থাকায় প্রাণে বেঁচে যান। কিন্তু, হামলার শিকার হন মিল্টন রামিমসহ ওই অফিসে থাকা সাংবাদিকরা। গুরুতর আহত অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয় মিল্টন ও রামিমকে। এ ঘটনায় একই এলাকার শামিমুল ইসলাম শামিম ও জহুরুল ইসলাম হিরোর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫ থেকে ২০ জনের নামে মামলা করা হয়েছিল।
আব্দুর রহমান মিল্টন বলেন, ‘২০১৯ সালে ২৬ এপ্রিল ঝিনাইদহ সদর থানার তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পুলিশ শামিমুল ইসলাম শামিম ও জহুরুল ইসলাম হিরোকে গ্রেপ্তার করে। পরবর্তীতে জামিনে মুক্ত হন তারা।’
বৃহস্পতিবার (১০ আগস্ট) পঞ্চম সাক্ষী ডেইলি বাংলাদেশের জেলা প্রতিনিধি রামিম হাসানের সাক্ষ্যগ্রহণ করেন সংশ্লিষ্ট আদালত। আদালত থেকে ফেরার পথে ঝিনাইদহ ডিসি অফিসের পশ্চিম দিকে গেট দিয়ে বেরিয়ে একটি ইজিবাইকে উঠেন সাংবাদিক মিল্টন ও রামিম। এ সময় সেখানে শামিমুল ইসলাম শামিম ও জহুরুল ইসলাম হিরো তাদের ওপর অর্তকিত হামলা চালায়। এতে গুরুতর আহত হন মিল্টন ও রামিম। খবর পেয়ে ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের নেতারা ঘটনাস্থলে ছুটে যান। চিকিৎসার জন্য সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের। সেখানে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। রাতে এ ঘটনায় থানায় মামলা করা হয়।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুহাম্মদ সোহেল রানা বলেন, ‘সাংবাদিক আব্দুর রহমান মিল্টন ও রামিম হাসানের ওপর হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
মামলার তদন্তভার পেয়েছেন থানার পরিদর্শক মো. আকতারুজামান লিটন। তিনি বলেন, ‘জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মাঠে নেমেছে পুলিশ।’