ঝরনা দেখাতে গিয়ে ট্যুরিস্ট গাইডের মৃত্যু
বান্দরবানের আলীকদম উপজেলায় ঝরনা দেখাতে গিয়ে পাহাড়ের নিচে পড়ে ট্যুরিস্ট গাইডের মৃত্যু হয়েছে। নিহত ওই গাইডের নাম আতাহার ইসরাত রাফি (৩৪)। আজ রোববার সকালে সেনাবাহিনী তাঁর মরদেহ উদ্ধার করে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, আলীকদম উপজেলার কুকপাতা ইউনিয়নের স্যামসাংপাড়ার অদূরে সাইমপ্রা এলাকায় ঝিরি-ঝরনা দেখতে ১৯ জন পর্যটকের একটা গ্রুপ নিয়ে যান ট্যুরিস্ট গাইড রাফি। গতকাল শনিবার বৃষ্টিতে পিচ্ছিল পাহাড়ের উঁচুনিচু পথ ধরে হেঁটে যাওয়ার সময় পড়ে যান তিনি। পরে খবর পেয়ে আটকে পড়া ১৯ জন পর্যটককে উদ্ধার করেছে সেনাবাহিনী। এরপর সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত ট্যুরিস্ট গাইড আতাহার ইসরাত রাফির বাড়ি কক্সবাজার পেকুয়া এলাকায়।
বিষয়টি নিশ্চিত করে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার এইচ এম রায়হান কাজেমী জানান, কুকপাতা সাইমপ্রা ঝিরি এলাকা থেকে এক ট্যুরিস্ট গাইডের মরদেহ উদ্ধার করা হয়েছে। পাহাড় থেকে পড়ে তাঁর মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে আটকে পড়া ১৯ পর্যটকের গ্রুপকেও উদ্ধার করেছে সেনাবাহিনী।