গাড়ি ভাঙচুরের মামলায় ছাত্রদলের সাবেক সভাপতিসহ ২০ জন খালাস
গাড়ি ভাঙচুর ও সিএনজিতে অগ্নি সংযোগের মামলায় ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল ও সাবেক সেক্রেটারি হাবিবুর রশীদ হাবিবসহ বিএনপির ২০ নেতাকে খালাস দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এই আদেশ দেন। বিচারক রায়ে আবুল কালাম আজাদ নামে বিএনপির এক কর্মীর দণ্ডবিধির দুই ধারায় চার বছরের কারাদণ্ডের আদেশ দেন।
নথি থেকে জানা গেছে, ২০১৩ সালের ১২ মার্চ বিএনপির সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে সেগুনবাগিচার শিল্পকলা একাডেমির সামনে মিছিল বের করে। সেসময় ছাত্রদলের সভাপতি আব্দুল কাদের ভুইয়া জুয়েলসহ ৪০ থেকে ৫০ জন বিএনপির নেতাকর্মী দলবদ্ধ হয়ে ইটপাটকেল, লাঠিসোটা, রড, হকিস্টিক নিয়ে রাস্তায় চলাচলরত যানবাহনে ব্যাপক ভাংচুর ও অগ্নিসংযোগ করে। আসামিদের নিক্ষিপ্ত ইট ও বিস্ফোরিত স্প্রিন্টারের আঘাতে এসআই আশফাক রাজীব হাসান, কনস্টেবল আব্দুর রাজ্জাক, আনছার, জাকির হোসেন ও খালেক গুরুতর আহত হন। আহতদের চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়। এসময় ঘটনাস্থল থেকে আগুনে পোড়া সিএনজি, পাঁচটি বাঁশের লাঠি, ১৫টি ইটের টুকরো ও দশটি গাড়ির গ্লাস জব্দ করা হয়।
এ ঘটনার পরদিন রমনা থানার উপপরির্দশক (এসআই) হানিফ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।