খোঁজ মিলল ছাত্রদলের নিখোঁজ ছয়জনের, আটক করেছে ডিবি
নিখোঁজ ছাত্রদলের ছয়জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) লালবাগ বিভাগ। আজ শনিবার (১৯ আগস্ট) লালবাগ এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। রাত পৌনে ১১ টার দিকে বিষয়টি এনটিভি অনলাইনকে জানিয়েছেন লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হেলালউদ্দিন।
ওসি হেলালউদ্দিন বলেন, ‘ডিবি থেকে আমাকে ফোন করেছিল, তারা ছাত্রদলের ছয়জনকে নিয়ে আসবেন বলে আমাকে জানিয়েছেন। রাতেই মামলা হবে।’
শোনা যাচ্ছে, তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করেছে ডিবি, এমন প্রশ্নে ওসি বলেন, ‘আমি এ ব্যাপারে বিস্তারিত জানি না। শুধু জানি, লালবাগ এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।’
এ বিষয়ে ডিবি পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করে কিছু জানানো হয়নি। তবে জানা গেছে, আগামীকাল এ বিষয়ে ব্রিফ করতে পারে সংস্থাটি।
আজ বিকেল সাড়ে ৪টার দিকে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক জিসানসহ ছয়জন নেতাকর্মীকে 'গ্রেপ্তারের' তীব্র প্রতিবাদ জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে পদযাত্রাপূর্ব সমাবেশে এই প্রতিবাদ জানান তিনি। একইসঙ্গে বলেন, 'চার থেকে ছয় ঘণ্টার মধ্যে তাদের মুক্তি না দিলে দায়-দায়িত্ব সরকারকে নিতে হবে।’ যদিও এই বিষয়ে কী দায় নিতে হবে তা পরিষ্কার করেননি তিনি। এই আল্টিমেটামের ছয় ঘণ্টার মধ্যেই তথ্য মিলল ছাত্রদলের ওই ছয় নেতাকর্মীর