অবৈধভাবে মজুদ খাদ্যবান্ধব কর্মসূচির ২৭২ বস্তা চাল উদ্ধার
শেরপুরের নকলা উপজেলার একটি দোকান থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ২৭২ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার (১৯ আগস্ট) রাতে উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের রেহারচর বাজারের চঞ্চল মিয়ার দোকান থেকে ওই চালের বস্তাগুলো উদ্ধার করে প্রশাসন ও পুলিশের যৌথ টাস্কফোর্স।
নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন জানিয়েছেন, উপজেলা প্রশাসন জানতে পারে খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে মজুদ করা হয়েছে। সেই পরিপ্রেক্ষিতেই রেহারচর বাজারে অভিযান চালিয়ে চঞ্চল মিয়ার দোকান থেকে প্রতিবস্তায় ৩০ কেজি করে ২৭২ বস্তা চাল উদ্ধার করা হয়। পরে রাতেই এ ব্যাপারে মামলা করা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছে, ওই এলাকার খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার হচ্ছেন লুৎফর ও আমিনুল। তবে ইউএনও সাদিয়া উম্মুল বানিন জানান, প্রাথমিক তদন্তে চঞ্চল মিয়া নাম উঠে এসেছে।