ময়মনসিংহ-ঢাকা রুটে ১০ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
ময়মনসিংহের ফাতেমানগর রেলস্টেশনে ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার দশ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
আজ সোমবার (২১ আগস্ট) সকাল আটটা ২১ মিনিটের দিকে ময়মনসিংহ জিআরপি থানার ওসি মো. মহিউদ্দিন ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।
জানা যায়, রোববার রাত আটটার দিকে ময়মনসিংহ জংশন স্টেশন থেকে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। রাত পৌনে নয়টার দিকে ফাতেমানগর স্টেশন থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করতেই ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। পরে ময়মনসিংহ কেওয়াটখালি থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে গিয়ে ভোর পাঁচটার দিকে লাইনচ্যুত বগি উদ্ধারের পর লাইন মেরামত করে ওই পথে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। এসময় উভয় দিকে একাধিক ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ায় যাত্রীরা বিপাকে পড়েন।