যশোর সীমান্ত থেকে ৪৩ স্বর্ণের বারসহ দুজন আটক
যশোরের চৌগাছা উপজেলার বড় আন্দুলিয়া থেকে ১৩ কেজি ৪৬৪ গ্রাম ওজনের ৪৩টি স্বর্ণের বারসহ দুজনকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (২২ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- যশোর সদর উপজেলার সাজিয়ালি গ্রামের শাওন হোসাইন (২৮) ও মাগুরার শালিখা থানার সীমাখালী গ্রামের রফিকুল ইসলাম (৩৬)। রাত ৮টার দিকে ব্রিফিংয়ে এ তথ্য জানান যশোরস্থ ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল।
ব্রিফিংয়ে বিজিবি অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে স্বর্ণের একটি বড় চালান চৌগাছা সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশে প্রস্তুত হচ্ছে। এরপর বিজিবির একটি বিশেষ দল চৌগাছা উপজেলার বড় আন্দুলিয়া গ্রামের রাস্তায় অবস্থান নেয়। সন্ধ্যা ৬টার দিকে মোটরসাইকেলযোগে সীমান্তের দিকে যাওয়া দুই ব্যক্তিকে গতিরোধের নির্দেশ দেওয়া হয়। তারা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহলদল তাদেরকে ধাওয়া করে আটক করে। এরপর তাদের কাছে থাকা একটি ব্যাগের মধ্যে সাদা কাপড় ও স্কচ টেপ দ্বারা বিশেষ কায়দায় মোড়ানো অবস্থায় ৪৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ১৩ কেজি ৪৬৪ গ্রাম। জব্দকৃত স্বর্ণের মূল্য ১৩ কোটি ৪৬ লাখ ৪০ হাজার টাকা। আটকদের স্বর্ণসহ চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।