ফুলবাড়ী ট্র্যাজেডির ১৭ বছর, পূর্ণ বাস্তবায়ন হয়নি ছয় দাবি
ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস আজ (২৬ আগস্ট)। ২০০৬ সালের এই দিনে ফুলবাড়ীতে কয়লাখানি না করার দাবিতে বিক্ষোভকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে তিনজনের প্রাণহানি ঘটে। এরপর তৎকালীন বিএনপি-জামায়াত সরকার ছয় দফা দাবি মেনে সমঝোতা চুক্তি করেছিল, যা ১৭ বছর পার হলেও পূর্ণ বাস্তবায়ন হয়নি।
২০০৬ সালের ২৬ আগস্ট উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি প্রকল্প বাতিল, জাতীয় সম্পদ রক্ষা এবং বিদেশি কোম্পানি এশিয়া এনার্জিকে ফুলবাড়ী থেকে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভে ফেটে পড়ে ফুলবাড়ীর মানুষ। বিক্ষুব্ধ জনতা আইন প্রয়োগকারী সংস্থা ওপর বিভিন্ন দিক থেকে হামলা করে। আইন প্রয়োগকারী সংস্থার লোকজন আহত হয়। পুলিশ ও বিডিআর গুলিবর্ষণ করলে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনজন, আহত হন শতাধিক।
এরপর ফুলবাড়ীবাসী ধর্মঘটের মাধ্যমে এলাকায় অচলাবস্থা সৃষ্টি করে। বাধ্য হয়ে তৎকালীন সরকার এশিয়া এনার্জিকে দেশ থেকে বহিষ্কার এবং দেশের কোথাও উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন করা যাবে না মর্মে ছয় দফা দাবি মেনে চুক্তি করলে এলাকাবাসী ধর্মঘট প্রত্যাহার করে। এরপর থেকে প্রতি বছর এদিন ফুলবাড়ী তেল গ্যাস, খনিজ সম্পদ রক্ষা কমিটি, পেশাজীবী সংগঠন ও এলাকার সাধারণ মানুষ ‘ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস’ পালন করে আসছে।
চুক্তির দেড় যুগ অতিবাহিত হলেও চুক্তি অনুযায়ী দাবিগুলো পূর্ণ বাস্তবায়ন হয়নি। প্রতি বছরের মতো ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস পালন করছেন বিভিন্ন সংগঠন ও পেশাজীবী মানুষ। তাদের কর্মসূচির মধ্যে রয়েছে নিমতলা মোড়ে ফুলবাড়ী তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর জাতীয় রক্ষা কমিটির উদ্যোগে সভা-সমাবেশ ও শোক র্যালি এবং স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা।