জানাজা শেষে সাবেক ধর্মমন্ত্রীর মরদেহ মমেক হিমঘরে
সাবেক ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের জানাজা সম্পন্ন হয়েছে। আজ সোমবার (২৮ আগস্ট) বাদ আসর ময়মনসিংহ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। প্রবাসী দুই মেয়ে দেশে না আসা পর্যন্ত তাঁর মরদেহ থাকবে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের হিমঘরে।
জানাজার আগে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সাবেক ধর্মমন্ত্রীর কফিনে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে কেন্দ্রীয় আওয়ামী লীগ তাঁর কফিনে শ্রদ্ধা নিবেদন করে। পুলিশের একটি দল বিউগলের করুণ সুরের সঙ্গে তাঁকে গার্ড অব অনার দেয়।
জানাজায় উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, ধর্মমন্ত্রী ফরিদুল হক খান, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শ ম রেজাউল করিম, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মসিউর রহমান, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, আহমদ হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজাল বাবু, মারুফা পপিসহ কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র ইকরামুল হক টিটু ও সাধারণ সম্পাদক, মরহুমের ছেলে মোহিত উর রহমান শান্তসহ স্থানীয় নেতাকর্মী, প্রশানসের উচ্চপদস্থ কর্মকর্তা, বিশিষ্টজন ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার হাজারও মানুষ।
অধ্যক্ষ মতিউর রহমানের প্রবাসী দুই মেয়ে দেশে আসার পর ফের জানাজা শেষে তাঁর মরদেহ শহরের মোড়লবাড়ি কবরস্থানে দাফন করা হবে। এ পর্যন্ত তাঁর মরদেহ মমেক হাসপাতালের হিমঘরে রাখা হবে।