নৌকার থেকে নদীতে পড়ে নারীর মৃত্যু
সিরাজগঞ্জের কামারখন্দে ইঞ্জিনচালিত নৌকা থেকে নদীতে পড়ে সুফিয়া খাতুন (৪২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৮ আগস্ট) সকালে উপজেলার বাজার ভদ্রঘাট ফুলজোড় নদীতে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ সুফিয়া খাতুন কামারখন্দ উপজেলার ভদ্রঘাট এলাকার সিরাজুল ইসলামের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে ভদ্রঘাট থেকে সিরাজগঞ্জ গণস্বাস্থ্য ও টেক্সটাইল মিলের ২৫ থেকে ৩০ জন কর্মী ও তাঁদের কিছু আত্মীয় পিকনিকের উদ্দেশে একটি শ্যালো ইঞ্জিনচালিত নৌকাযোগে শাহজাদপুরে যাচ্ছিল। নৌকাটি কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে নৌকার পেছনে বসে থাকা সুফিয়া খাতুন নদীতে পড়ে যান। এ সময় নৌকার পাখার সঙ্গে আঘাত পেয়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। তিনি টেক্সটাইল মিলের এক কর্মীর আত্মীয়। তিনিও পিকনিকে যাচ্ছিলেন।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গণস্বাস্থ্য ও টেক্সটাইল মিলের ২৫ থেকে ৩০ জন কর্মী পিকনিকের উদ্দেশে নৌকায় করে যাচ্ছিল। নৌকার পেছনে বসা এক নারী হঠাৎ নদীতে পড়ে যান এবং নৌকার পাখার আঘাতে গুরুতর আহত হয়ে মারা যান।