স্বাস্থ্যই নয়, খেলার মাধ্যমে তৈরি হয় একাত্মবোধ : ভারতীয় সহকারী হাইকমিশনার
ভারতীয় সহকারী হাইকমিশন রাজশাহীর উদ্যোগে দেশটির ‘জাতীয় ক্রীড়া দিবস’ পালিত হয়েছে। আজ মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে নগরীর ভারতীয় সহকারী হাইকমিশন অফিস প্রাঙ্গণে ক্রিকেট, দাবা, ব্যাডমিন্টন ও ভারতের বিভিন্ন ঐতিহ্যবাহী খেলার মাধ্যমে দিবসটি উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এবং খেলায় অংশগ্রহণের মাধ্যমে দেশটির ‘জাতীয় ক্রীড়া দিবস’-এর উদ্বোধন করেন সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার।
এ সময় শ্রী মনোজ কুমার বলেন, ভারতীয় ক্রীড়াক্ষেত্রে অন্যতম নক্ষত্র কিংবদন্তি ধ্যান চাঁদ হকির জাদুকর হিসেবে পরিচিত। তাঁকে স্মরণ করে তাঁর জন্মদিন ২৯ আগস্ট ভারতে ‘জাতীয় ক্রীড়া দিবস’ পালিত হয়ে থাকে। ২০১২ সাল থেকে যা পালন হয়ে আসছে। অর্থাৎ চলতি বছরে ১২তম ‘জাতীয় ক্রীড়া দিবস’ পালনের মাধ্যমে ধ্যান চাঁদকে সম্মান জানানোর পাশাপাশি দেশের ক্রীড়া ব্যক্তিত্বদের স্মরণ করার জন্য দিনটিকে বেছে নেওয়া হয়।
শ্রী মনোজ কুমার আরও বলেন, চলতি বছরের ক্রীড়া দিবসের থিম সমাজকে সুস্থ-সবল করে তুলতে অপরিহার্য খেলাধুলা। স্ট্রেস ও কাজের চাপের মধ্যে তরতাজা থাকতে খেলার বিকল্প নেই, সেই কথাটাই এবারের থিমের মাধ্যমে দেশবাসীকে স্মরণ করিয়ে দেওয়ার ভাবনা নেওয়া হয়। শুধু শরীর-স্বাস্থ্য ভালো রাখাই নয়, খেলার মাধ্যমে তৈরি হয় একাত্মবোধ। ভবিষ্যতে পথ চলার ক্ষেত্রে একসঙ্গে সবাইকে নিয়ে চলার পাথেয় হিসেবে যা খুবই গুরুত্বপূর্ণ বলে জানান তিনি।