সারা দেশে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সারা দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ১৯৭৮ সালের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১ সেপ্টেম্বর ঢাকার রমনা রেস্তোরাঁ প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে বিএনপির গঠনতন্ত্র ও কর্মসূচি ঘোষণা করেন। আজ শুক্রবার (১ সেপ্টেম্বর) দলটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে এই প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়।
রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল বা ‘জাগদল’ নামে নতুন একটি রাজনৈতিক দল গঠন করেন। একই বছরের ১ মে সমমনা দল ও রাজনৈতিক নেতাদের নিয়ে গঠন করেন জাতীয়তাবাদী ফ্রন্ট। ১৯৭৮ সালের ২৮ আগস্ট ‘জাগদল’ বিলুপ্তির ঘোষণা দেন। এর তিন দিন পর ১ সেপ্টেম্বর ঢাকার রমনা রেস্তোরাঁ প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে তিনি নতুন দল হিসেবে বিএনপির গঠনতন্ত্র ও কর্মসূচি ঘোষণা করেন।
সারা দেশ থেকে এনটিভির প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন।
মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা
খুলনা মহানগর ও জেলা আহ্বায়ক কমিটি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু নেতৃত্বে পৃথক পৃথক ভাবে বিএনপি ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। আজ বিকেলে দলীয় কার্যালয়ের সামনে মহানগর ও জেলা আহ্বায়ক কমিটির এবং সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে খুলনা প্রেসক্লাবে পৃথক পৃথক ভাবে এই এই কর্মসূচি পালন করা হয়।
মহানগর ও জেলা বিএনপির অনুষ্ঠান বেলুন ও কবুতুর উড়িয়ে উদ্বোধন করেন বিএনপি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লা বুলু। এ সময় কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারি হেলাল উপস্থিত ছিলেন। পরে দলীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি স্যার ইকবার রোড হয়ে, যশোর রোড, খান জাহান আলী রোড হয়ে রয়েলের মোড়ে গিয়ে শেষ হয়।
অপরদিকে খুলনা ২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে খুলনা মহানগর বিএনপির সাবেক নেতারা খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলের সামনে বেলুন ও কবুতর উড়িয়ে আলোচনা সভা ও শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি যশোর রোড দিয়ে শিববাড়ী মোড়ে গিয়ে শেষ হয়।
আইয়ুব আলী, ময়মনসিংহ
ময়মনসিংহে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দলীয় অফিসে সকাল ১১টায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন দক্ষিণের আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, আক্তারুজ্জামান বাচ্চু, মোফাখারুল ইসলাম রানা, শুক্কর মাহমুদ ববি, অ্যাডভোকেট আনোয়ারুল আজিজ টুটুলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা। বক্তারা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের জোর দাবি জানান। তাঁরা বলেন, দেশে ডান বাম নানা মত পথের ভিন্নতায় সৃষ্ট কলুষিত রাজনীতির ঘেড়াটোপ ছিন্ন করে সব মানুষের জন্য ইতিবাচক রাজনীতি জাতীয়তাবাদী রাজনীতির সুচনা করেছিল।
পরে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মোনাজাত করা হয়।
শফিকুল ইসলাম শফিক, মাগুরা
জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মাগুরা জেলা বিএনপি শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ করেছে। আজ বিকেলে শোভাযাত্রা শেষে সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ।
মাগুরা শহরের কেশব মোড় এলাকা থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের চৌরঙ্গী মোড় কলেজ রোড হয়ে ভায়না মোড়ে সমাবেশে মিলিত হয়।
মাবেশে বক্তব্য দেন সদস্য সচিব মো. আকতার হোসেন, যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, মিথুন রায়, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম প্রমুখ।
বক্তারা বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে অবিলন্বে পদত্যাগ পূর্বক নির্দলীয় তত্ত্বাবধায়ক সকারের অধীনে নির্বাচনের আহ্বান জানান।
আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
মানিকগঞ্জে জেলা বিএনপির উদ্যোগে ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সকাল ৮টায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা।
এ ছাড়া কোরআন খতম, দোয়া মাহফিলের আয়োজন করা হয়, বিকেল ৩টায় শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ হয়।