তরকারির গরম ঝোল গায়ে ঢেলে শাশুড়িকে দুই বউয়ের নির্যাতন
মুন্সীগঞ্জের গজারিয়ায় রহিমা খাতুন নামের এক বৃদ্ধার শরীরে তরকারির গরম ঝোল ঢেলে নির্যাতন করার অভিযোগ উঠেছে তার দুই ছেলের স্ত্রীদের বিরুদ্ধে। গজারিয়া থানায় মামলা করেছেন ৭১ বছর বয়সী ওই শাশুড়ি। তার বাড়ি গজারিয়া উপজেলার বাউশিয়া মধ্যমকান্দি গ্রামে।
ভুক্তভোগী শাশুড়ি রহিমা খাতুন অভিযোগ করে বলেন, তার তিন ছেলেই প্রবাসী। বড় ছেলে কাউসারের পরিবার অন্যত্র ভাড়া থাকে। মেজো ও ছোট ছেলের স্ত্রী তার বাড়িতে বসবাস করছে। ছেলেরা দেশের বাইরে থাকায় দুই ছেলের স্ত্রী রুমা আক্তার সামিয়া ও রত্না আক্তার ইয়াবা বিক্রিসহ নানান অবৈধ-অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। স্থানীয় জুয়াড়িদের জুয়া খেলার জন্য রুম ভাড়া দিতেন তারা। এসব বিষয়ে তিনি প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে গত ২৬ আগস্ট রাতে তার কক্ষ থেকে বালিশ-কাঁথাসহ সবকিছু সরিয়ে নেয় এবং ফ্লোরে ঘুমাতে বলেন দুই পুত্রবধূ। পরদিন (২৭ আগস্ট) সকালে বিষয়টি তিনি আশপাশের লোকজনকে জানালে দুই পুত্রবধূ প্রথমে তাকে মারধর এবং পরবর্তীতে গায়ের ওপর তরকারির গরম ঝোল ঢেলে দেন। এতে তার গায়ের বিভিন্ন অংশ পুড়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে কুমিল্লার গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম রবি বলেন, ‘তার (রহিমা খাতুন) ছেলেরা সবাই বিদেশ থাকে। তার এক মেয়ে তাকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে পাঁচ দিন চিকিৎসার নেওয়ার পর তিনি বাড়িতে ফেরেন। তবে শারীরিকভাবে অত্যন্ত দুর্বল থাকায় এবং গায়ের বিভিন্ন অংশে পুড়ে যাওয়ায় তিনি জামা-কাপড় পড়তে পারতেন না। এখন অবস্থা কিছুটা ভালোর দিকে স্থানীয় মুরব্বিদের পরামর্শে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।’
এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী বলেন, ‘ভুক্তভোগী এক বৃদ্ধা আমাদের থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার সঠিক তদন্ত সাপেক্ষে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’