খাগড়াছড়িতে ডেঙ্গু পরীক্ষার কিটসহ ছয়জন আটক
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ডেঙ্গু পরীক্ষার কিটসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে মাটিরাঙ্গা বাজারের ফারুক হোটেলের সামনে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরদিন মঙ্গলবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, অভিযানে তিন হাজার ৯০০ পিস ডেঙ্গু পরীক্ষার ভারতীয় কিট, দুই হাজার ৭০০টি প্লাস্টিকের বড় ড্রপার, ৯৮ পিস অ্যাম্পুল, এক হাজার ৩০০টি প্লাস্টিকের ছোট ড্রপারসহ একটি মাইক্রোবাস জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ৫০ হাজার টাকা।
আটকরা হলেন–মাটিরাঙ্গা উপজেলার বর্ণাল ইউনিয়নের সওদাগর পাড়ার বাসিন্দা আনোয়ার হোসেন (২৮), ডাকবাংলা মুসলিম পাড়ার জাকির হোসেন (৩০), চেয়ারম্যান পাড়ার মুহিম উদ্দিন (২৮), ডাকবাংলা আলাউদ্দিন মেম্বার পাড়ার জাহাঙ্গীর আলম (২৮), একই এলাকার মাইন উদ্দিন (২৮) ও মাটিরাঙ্গা পৌরসভার মিস্ত্রিপাড়ার রবিউল ইসলাম (২৯)। তারা সবাই চোরাকারবারি বলে দাবি পুলিশের।
সংবাদ সম্মেলনে খাগড়াছড়ির পুলিশ সুপার (এসপি) মুক্তা ধর বলেন, ‘অবৈধ ভারতীয় কিট চট্টগ্রামে নেওয়া হচ্ছে, এমন খবরে মাটিরাঙ্গা বাজারের ফারুক হোটেলের সামনে একটি তল্লাশি চৌকি বসানো হয়। এ সময় একটি মাইক্রোবাসের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। এ সময় ডেঙ্গু কিটসহ ছয়জনকে আটক করা হয়।’
পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘সম্প্রতি দেশে ডেঙ্গু রোগের ভয়াবহতার সুয়োগ নিয়ে একটি অসাধু মহল অধিক লাভের আশায় সরকারের অনুমোদন ছাড়াই চোরাইপথে ভারত থেকে ডেঙ্গু পরীক্ষার কিট নিয়ে আসছে। চোরাইপথে নিয়ে আসা এসব কিটের কার্যকারিতা নিয়ে সন্দেহ রয়েছে। জব্দকৃত কিট আদালতের মাধ্যমে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হবে। এরপরই জানা যাবে এসব কিট আসল নাকি নকল।’