মৌলভীবাজারে জামায়াতের পাঁচ নেতা আটক
মৌলভীবাজার জেলা জামায়তের আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলীসহ শীর্ষ পাঁচ জামায়াত নেতাকে আটক করেছে জেলা পুলিশ। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) গভীর রাতে সদর উপজেলার শাহবন্দর এলাকার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।
বাকি আটকরা হলেন–জেলা জামায়াতের সেক্রেটারি ইয়ামীর আলী, সদর উপজেলা আমির ফখরুল ইসলাম, পৌর জামায়াতের সেক্রেটারি মোরশেদ আহমদ চৌধুরী ও শাহাব উদ্দীন।
তথ্যের সত্যতা নিশ্চিত করে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী বলেন, ‘শাহবন্দর এলাকার জাকির মিয়ার বাড়িতে সরকারবিরোধী গোপন বৈঠক চলছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ওই বাড়ি থেকে পাঁচজনকে আটক করা হয়। পরে তাদের মৌলভীবাজার সদর সদর মডেল থানায় নিয়ে যাওয়া হয়।’